সিল্কসিটিনিউজ ডেস্ক :
উয়েফা নেশন্স লিগে হাঙেরির বুদাপেস্টে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে ইসরায়েলের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। চোটের কারণে মাঠের বাইরে কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচে তাই ফরাসিদের নেতৃত্ব দেবেন অরেলিয়েঁ চুয়ামেনি।
আঁতোয়া গ্রিজম্যানের অবসরের পর এমবাপ্পের নেতৃত্বে নতুন যুগ শুরু করতে চেয়েছিল ফ্রান্স। তবে, নেশন্স লিগের ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না তারা। তাই এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ চুয়ামেনির হাত ধরে গ্রিজম্যান পরবর্তী যুগে প্রবেশ করছে দুবারের বিশ্বকাপজয়ীরা।
এক দশকের বেশি সময় ফ্রান্সের জার্সিতে মাঠে নামার পর গত ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বিশ্বকাপজয়ী ফরাসি অধিনায়ক গ্রিজম্যান। তারপর এমবাপ্পেকে নতুন অধিনায়ক নির্বাচন করা হয়। তবে, গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে চোটে পড়েন এমবাপ্পে। ফলে, নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এমবাপ্পের অনুপস্থিতিতে চুয়ামেনি ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে ও এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ন। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ওপরই আস্থা রাখছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন