সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং চট্টগামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ব্যানারে মিছিলটি বের করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণসমাবেশ করে।
ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, ইসকন ফ্যাসিবাদের দোসর। সন্ত্রাসী এ সংগঠনটির লক্ষ্যই হলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারে ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এ সংগঠনকে নিষিদ্ধের দাবি জানাই। সেই সঙ্গে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
গণসমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শূরার সভাপতি খালেদ সাইফুল্লাহ সাদী, সহ-সভাপতি আব্দুর রহমান হাফেজ্জি, জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহ, সেক্রেটারি মাওলানা শরিফুর রহমানসহ স্থানীয় নেতারা।
সূত্র: যুগান্তর