মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভ্যানে লাশের স্তূপ, আরও দুই পুলিশ শনাক্ত

Paris
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

একটি ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে এটি আশুলিয়া থানার সামনের ভিডিও।

ভিডিওতে লাশের স্তূপ করা বেশ কয়েকজন পুলিশ সদস্যকে দেখা যায়। তাদের মধ্যে আরও দুই পুলিশ সদস্য শনাক্ত হয়েছেন। এর আগে এ ঘটনায় জড়িত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন ও ডিবি’র কনস্টেবল রেজাউল করিমকে শনাক্ত করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য ওই দুজনকে শনাক্ত করেন।

এ ছাড়া তাদের ছবির সঙ্গে ভিডিওতে থাকা ব্যক্তিদের মিলও পাওয়া যায়। ভিডিওতে বেশ কয়েকজন পুলিশ সদস্য দেখা গেলেও ৪ পুলিশ সদস্যকে স্পষ্ট দেখা গেছে। তারা হলেন—ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত, ডিবি’র কনস্টেবল রেজাউল করিম, আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল। তবে কনস্টেবল মুকুলের ছবিতে এসআই আবুল হাসানের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন আবুল হাসান।

গত ৩০ আগস্ট সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্য একটি লাশের হাত ও পা চ্যাংদোলা করে ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে অনেকগুলো লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢাকা ছিল। সবশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত, আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুলকে দেখা যায়।

ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগের ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। ওই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার সামনে।

ভিডিওতে দেখা পুলিশ সদস্যদের ব্যাপারে আশুলিয়া থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য ভিডিওতে থাকা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত, আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুলকে শনাক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলের ছবিতে এসআই আবুল হাসানের নাম ব্যবহার করা হয়েছে বলেও জানান তারা।

এ ব্যাপারে আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ ও কনস্টেবল মুকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে এসআই আবুল হাসান বলেন, আমি ৪ আগস্ট রাতে ডিউটি করে সকালে বাসায় চলে যাই। ৫ তারিখে আমি ডিউটিতে ছিলাম না।

ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। এটি এনালাইসিস করা হচ্ছে। একই সাথে ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হত্যার সাথে জড়িত কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে সবার সামনে তুলে ধরব।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত ৫ আগস্ট নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন। পরে শেখ হাসিনার দেশত্যাগের খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ৫ আগস্ট ও চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট পর্যন্ত আশুলিয়ায় ২৮ জনের মৃত্যু হয় (ভ্যানে তোলা লাশের হিসাব বাদে)।

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি