ভোলাহাট প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ও সদর ইউনিয়ন পরিষদ এবং ইউনিসেফ’র সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ঊরাঁও।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিসেফ প্রতিনিধিবৃন্দ, উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ্ দবির মেম্বার, অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার(অতিরিক্ত দায়িত্ব), সংশ্লিষ্ট ৪ইউপি চেয়ারম্যানগণ। সমাজসেবা অফিসার নাসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ্, সদর ইউপি চেয়ারম্যান পিয়ারজাহান, বীরমুক্তিযোদ্ধা আফসার হোসেন, ইঞ্চিনিয়ার জাকির হোসেন, আলহাজ্ব ইখতিয়ার উদ্দিনসহ সূধীজনেরা।