বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে শেষ হলো কৃষি প্রযুক্তি মেলা

Paris
জুলাই ১৭, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কৃষি’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তর মিলনায়তনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশিষ কুমার দেবনাথ, কৃষি সম্প্রসারণ অফিসার মোসা. সুবর্ণা খাতুন।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুল ইসলামের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের মোট ২৪টি ষ্টলের অংশগ্রহণকারীগণ অনুষ্ঠানে কৃষি মেলার সার্বিক উন্নয়ন ও প্রশংসা করে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। সে সাথে বিভিন্ন ওষুধ (সার্বিক) কোম্পানির রিপ্রেজেনটেটিভগণ তাদের পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

গত ১৫ জুলাই কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুভ উদ্বোধন হয়ে আজ ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে কৃষি মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিগণ।

সর্বশেষ - রাজশাহীর খবর