রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

NBIU Spiring 2025 New Ad

ভিডিও: ট্রাম্পকে গুলির ১-২ সেকেন্ডেই পাল্টা গুলিতে হামলাকারী নিহত

Paris
রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার মুহূর্তটি একজনের ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে বন্দুকধারী গুলি করার জন্য অবস্থান নিচ্ছেন। তিনি যেই গুলি ছোড়েন সঙ্গে সঙ্গে তার দিকে পাল্টা গুলি ছোড়ে সিক্রেট সার্ভিসের এক স্নাইপার। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

মার্কিন ট্যাবলয়েড টিএমজেড এই ভিডিওটি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে সোনালী চুল, খাকি প্যান্ট পরা বন্দুকধারী প্রথমে লক্ষ্য ঠিক করছেন। এরপর তিনি ট্রিগারে চাপ দেন। তবে স্নাইপারের গুলিতে বন্দুকধারী মুহূর্তের মধ্যে মারা যান।

আলাদা একটি ভিডিওতে স্নাইপারকে গুলি করতে দেখা যায়। এতে দেখা যাচ্ছে, কানে গুলি লাগার পর ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ার আগেই বন্দুকধারীকে লক্ষ্য করে তিনি কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

যখন গোলাগুলি শুরু হয় তখন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তখন ছোটাছুটি করা শুরু করেন।

 


আরোও দেখুন
Paris