শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

ভারতে অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশি আটক

Paris
নভেম্বর ২৯, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নারী শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার তাদের মৌলভীবাজার জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (২)। তারা সবাই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়ার লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বিনা পাসপোর্টে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীর কথামতো তার বাড়িতে অবস্থান নেয়।

ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় সোপর্দ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, আটককৃতদের শুক্রবার মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: যুগান্তর