সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে কেন দ্বিতীয় তাজমহল গড়তে বললেন রিজভী

Paris
নভেম্বর ১৮, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভারত সরকারকে বলি শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আপনাদের যদি প্রাণ ফেটে যায়, এতই মায়া হয়; তাহলে তার জন্য আরও একটি তাজমহল গড়ে তুলুন। তারপরও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করবেন না।

তিনি বলেন, এখানে আমরা হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছি। একে অপরের সঙ্গে মিলেমিশে আছি। সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না। রোববার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘ভারতের ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারা যদি বিশ্বাস করত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তাহলে তারা (ভারতীয় মিডিয়া) বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাত না।’

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জেলজুলুম মেনে নিয়েই দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, ‘আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল। সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা সবাই আপনাকে সমর্থন দিয়েছে। কিন্তু সাবধান থাকবেন। কারণ অনেক চক্রান্ত হচ্ছে, যড়ষন্ত্র হচ্ছে।’

রিজভী বলেন, ‘আমাদের ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই। অসংখ্য তরুণ গুম হয়েছে। রংপুরের আবু সাঈদসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের প্রত্যাবর্তণের জন্য যদি পার্শ্ববর্তী দেশ চক্রান্ত করে তাহলে এদেশের ১৮ কোটি মানুষ মেনে নেবে না।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য দেন।

সূত্র: যুগান্তর