বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

Paris
নভেম্বর ২১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে মেয়ে আছিয়াকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন সাজেদা আক্তার।

এসময় দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পৌছলে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি ধরার চেষ্টা চলছে।