সিল্কসিটিনিউজ ডেস্ক :
এক প্রান্তে দাঁড়িয়ে দলের ব্যাটিং বিপর্যয় দেখছিলেন নাজমুল হোসেন শান্ত। চেষ্টা করেছিলেন প্রতিরোধের। তবে শেষ পর্যন্ত নিজেও সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন বাংলাদেশ অধিনায়ক। ৭৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বিপাকে দল।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামার পরপরই শুরু হয়ে যায় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই অর্ধেক ব্যাটিং শেষ হয়ে যায় সফরকারীদের।
নিজের প্রথম দুই ওভারে আর্শদীপ সিং বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস (৪) এবং পারভেজ হোসেন ইমনের (৮) উইকেট ঝুলিতে পোরেন। এরপর তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলীরা কেউই ক্রিজে থিতু হতে পারেননি।
এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখার চেষ্টা করেছিলেন শান্ত। তবে ওয়াশিংটন সুন্দরের বল তেড়েফুঁড়ে খেলতে গিয়ে তাকেই ফিরতি ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সাজঘরে ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৭ উইকেটে ১০২ রান তুলেছে বাংলাদেশ। ২২ রানে ব্যাট করছেন মিরাজ, তাকে সঙ্গ দিচ্ছেন রিশাদ হোসেন।
সূত্র: যুগান্তর