বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নিজস্ব হটলাইনে (০১৩২৪১৬৩৬৩৬) কল দিয়ে বাড়িতে খাবার না থাকার কথা জানিয়েছিলেন তারা। তাৎক্ষণিক মেয়র মাজেদুল বারী নয়ন নিজ গাড়িতে করে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বোঝাই ব্যাগ। করোনায় কর্মহীন মানুষেরা এভাবে শুধু একটি কল করে দ্রুততম সময়ের মধ্যে খাবার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
রোববার(০৪ জুলাই) বিকালে মেয়র মাজেদুল বারী নয়ন নিজে স্বশরীরে চকবড়াইগ্রাম, জলন্দা ও মৌখাড়া এলাকার এসব বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ সময় তার সঙ্গে সচিব জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি করে ডাল, পেঁয়াজ, লবণ, আড়াইশ গ্রাম করে কাঁচা মরিচ ও সরিষার তেল এবং হলুদ ও মরিচের গুড়া আর মসলা।
বিকালে নিজ বাড়িতে খাদ্য সামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত কন্ঠে একজন কর্মহীন ব্যক্তি বলেন, পৌরসভার মেয়র তার ফেসবুক আইডিতে একটি মোবাইল নম্বর দিয়ে পৌর এলাকার যে কোন মানুষের বাড়িতে খাদ্য না থাকলে তাকে জানাতে বলেছেন। লোকমুখে বিষয়টি শুনে আমি সে নম্বরে কল করে বাড়িতে খাবার না থাকার বিষয়টি জানিয়ে ঘরে বসে চাল-ডাল পেয়েছি।
আরেকজন ব্যক্তি জানান, আমি ভ্যান চালাই, কিন্তু এখন রাস্তায় বের হওয়া যাচ্ছে না। তাই অর্থাভাবে ছেলেমেয়েকে নিয়ে খুব কষ্টে ছিলাম। আপাতত মেয়র যেটুকু সহযোগিতা করলেন তাতে সন্তানদের মুখে খাবার তুলে পারবো। পরবর্তীতে লাগলে মেয়র সাহেব আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মেয়র মাজেদুল বারী নয়ন জানান, প্রধানমন্ত্রী সারাদেশের দরিদ্র মানুষদের জন্য কাজ করছেন। পাশাপাশি আমরাও যার যার এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। করোনা মহামারীতে আমার পৌরসভার একজন লোকও যেন অভূক্ত না থাকে, সেজন্য পৌরসভার নিজস্ব হটলাইন চালু করেছি। আমরা মানুষের পাশে থেকে যথাসম্ভব সহযোগিতা করবো ইনশাল্লাহ।
স/রি