বৃহস্পতিবার , ৭ জুলাই ২০১৬ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বড়াইগ্রামে মাইক্রোবাস খাদে: ছাত্রলীগ নেতাসহ নিহত ২, আহত ৬

Paris
জুলাই ৭, ২০১৬ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসানসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর ৩জন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়েকর  বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে এই ঘটানা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটিনিউজকে জানান, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসান সহ অন্যান্যরা একটি মাইক্রোবাসে নাটোরের দিকে আসছিল। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেজুর মোড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মেহেদি হাসান সহ ৫জন আহত হয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। এদের ছাত্রলীগ নেতা মেহেদি হাসানকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করে। এছাড়া বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাহাবুদ্দিনকে মৃত ঘোষনা করে।

উল্লেখ্য, এর আগে ২০১৪সালের ২০অক্টোবর এই রেজুর মোড়ে ভয়াবাহ দুর্ঘটনায় ৩৭জনের মৃত্যু হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর