শুক্রবার , ৮ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বড়াইগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ১৫

Paris
জুলাই ৮, ২০১৬ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস মহাসড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বাজারে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় এবং বনপাড়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, নাটোর থেকে সিরাজগঞ্জ গামী পদ্মা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক এবং বনপাড়া ক্লিনিকে ভর্তি করে।
ঘটনার সত্যতা স্বীকার বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, খবর পাওযার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পিতবার দুপুরে একই মহাসড়কের রেজুর মোড় এলাকায় মাইক্রোবাস উল্টে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদি হাসানসহ দুই জন নিহত হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর