বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বড়াইগ্রামে এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রের সামনে পিটিয়ে জখম

Paris
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:

বড়াইগ্রামে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে মো. মিরাজ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মিরাজ উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের ফুলচাঁদ খাঁর ছেলে। সে এবার জোনাইল এমএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মিরাজ পরীক্ষা কেন্দ্র বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় চরগোবিন্দপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াসিন আলী তাকে কথা আছে বলে হাসপাতালের প্রাচীরের পূর্বপাশে নিয়ে যান। সেখানে গেলে আগে থেকে ওৎ থেকে হত্যা মামলার আসামি নিশান ও শিহাবসহ অন্যরা তাকে পারিবারিক বিরোধের জের ধরে বাইসাইকেলের চেইন ও লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে মিরাজকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর