রবিবার , ২৯ নভেম্বর ২০২০ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্রেন স্ট্রোক অভিনেতা রাহুল রায়ের, ভর্তি আইসিইউতে

Paris
নভেম্বর ২৯, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ

আশিকির নায়ক রাহুল রায় ব্রেন স্ট্রোক করেছেন। কারগিলে সুটিং করার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিউইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার করোনা পরীক্ষায়ও নেগেটিভ এসেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে ছবির একটি দৃশ্যে যুদ্ধের অভিনয় করছিলেন।কারগিলের আবহাওয়ার কারণেই তিনি ব্রেনস্ট্রোক করেছেন। এ তারকার ভাই রমার সেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাহুল সুস্থ হয়ে উঠছেন। রাহুলের বোন প্রিয়ঙ্কা রায়ও জানিয়েছেন, এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

১৯৯০ এর দশকে মহেশ ভাট পরিচালিত আশিকি ছবিতে অভিনয় করেন রাহুল রায়। ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়। বর্তমান সময়ে এসেও ছবিটির জনপ্রিয়তা করেনি।

রাহুল অনেক ছবি করলেও তার বিখ্যাত প্রথম ছবি এটি। ‘আশিকি’তে রাহুলের বিপরীতে অভিনয় করেন অনু অগ্রবাল। ছবিটি ব্যাপক জনপ্রিয় হয়। ছবিটির গানগুলো এখনও মানুষের মুখে মুখে ঘুরছে। এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন চলচ্চিত্রপ্রেমীরা। এছাড়া রাহুল রায় বিগ বসের প্রথম সেশনেও বিজয়ী হন।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন