সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্লেনটিতে থাকা সবাই ব্রাজিলের নাগরিক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
বার্সেলোস মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ শনাক্তকরণের জন্য মানাউসে নিয়ে যাওয়া হবে।
আমাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিবিসিকে বলেছেন, প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণেই প্লেনটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিক ধারণা করছেন তারা। কারণ, প্লেনটি বার্সেলোসে নামার সময় রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিধ্বস্ত হয়।
ব্রাজিলের সংবামাধ্যম ‘জি ওয়ান’ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া প্লেনটি ছিল একটি ইএমবি-১১০ প্রপেলার। টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ ক্রাফটটি তৈরি করেছে ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার।
বিমানের স্বত্বাধিকারী ম্যানাউস অ্যারোট্যাক্সি জানিয়েছেন, উড্ডয়নের সময় তার প্লেন ও ক্রুরা সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছিল।
মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) আমাজোনাসের গভর্নর উইলসন লিমা দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে একটি পোস্ট দেন। তিনি লেখেন- আমাদের জরুরি সেবা দেওয়া দলগুলো ঘটনার পরপরই সহায়তা প্রদানের জন্য এগিয়ে যায়। তিনি প্লেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনাও জানান।