মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটবে : মির্জা ফখরুল

Paris
অক্টোবর ১১, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ


সিল্কসিটি নিউজ ডেস্ক:

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটবে।

২০ দলীয় জোটের দুই শরিকের সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দ্বিতীয় দফা সংলাপে এখন পর্যন্ত ১১টি দলের সঙ্গে কথা হয়েছে। ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটি লীগ যুগপৎ আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করার ব্যাপারে একমত হয়েছে।

সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়