সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বেনাপোল সীমান্তে ১৭ বাংলাদেশি আটক

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১০:০৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত থেকে অবৈধ উপায়ে দেশে ফেরার সময় ১৭ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল রোববার রাতে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।

 

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তাঁদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

 

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, আটক হওয়া ব্যক্তিরা ভারতে অবৈধভাবে অবস্থান নিয়ে কাজ করে আসছিলেন। তাঁদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। তাঁরা অবৈধভাবে দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন, এ ধরনের গোপন সংবাদ পাওয়া যায়। বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করতে সক্ষম হয়। তাঁদের সঙ্গে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে গেছে।

 

বিজিবির এ কর্মকর্তা আরো জানান, আটক ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি