শুক্রবার , ৪ নভেম্বর ২০১৬ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বৃষ্টিতে ভেসে গেল উদ্বোধনী ম্যাচ

Paris
নভেম্বর ৪, ২০১৬ ৫:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

 

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়।

 

এর আগে দুপুর ২টায় টসও হয়েছিল। টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

 

কিন্তু টসের খানিক পরেই মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় পিচ। তাতে যথাসময়ে খেলা শুরু করা যায়নি। এরপরও বৃষ্টি না থামায় বিকেল ৪টা ৫০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়েছে।

 

bpl-2

 

টসের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান বিপিএলের উদ্বোধন করার পরই ক্রিকেটাররা ড্রেসিং রুমে চলে যান। এরপর আর বের হননি। ড্রেসিং রুমে অলস সময় কাটান ক্রিকেটাররা।

 

স্টেডিয়ামে আগত ক্রিকেটপ্রেমিরা অবশ্য দ্বিতীয় ম্যাচটি দেখার অপেক্ষায় আছেন। সন্ধ্যা সোয়া সাতটায় এই মাঠেই লড়বে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। এই ম্যাচটিতে ব্যাট-বলের লড়াই হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

 

সূত্র: রাইজিং বিডি