রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বুড়িমারী সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

Paris
জানুয়ারি ২৮, ২০১৮ ১:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মঞ্জু আলম (১৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাটগ্রাম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটগ্রাম উপজেলা হাসপাতাল, বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (নাটারবাড়ি) এলাকার আসাদুল ইসলামের ছেলে মঞ্জু আলমসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের একটি টহল দল মঞ্জু আলমকে আটক করে বেদম মারধর করে ওই সীমান্তে ফেলে রেখে চলে যায়।
পরে ভোর ৫টার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন মঞ্জু আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপর-৬১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

 

বাংলাট্রিবিউন

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি