সিল্কসিটিনিউজ ডেস্ক :
বল হাতে বাংলাদেশকে জেতাতে অনেকবারই অবদান রেখেছেন মোহাম্মদ রফিক। ২০০৮ সালে ক্যারিয়ারের ইতি টানায় সেসব এখন অতীত। তবে অতীতের মতো বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চান তিনি। কিন্তু সুযোগ না পাওয়ায় আক্ষেপ ঝড়েছে সাবেক বাঁহাতি স্পিনারের কণ্ঠে।
দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে যে অভিজ্ঞতা ঝুঁলিতে ভরেছেন তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চান রফিক। অর্থাৎ নেপথ্যের কারিগর হতে চান তিনি। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ৫৪ বছর বয়সী স্পিনার। অবসরের পর থেকেই সেই অপেক্ষা করে আসছেন বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘ ১৬ বছরের সেই অপেক্ষা ফুরায়নি তার।
গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীল শুরু করেছে রংপুর রাইডার্স। বিপিএলের দলটির হয়েই স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন রফিক। ঘরোয়া লিগ ও র্ফ্যাঞ্চাইজিতে কাজ করলেও বিসিবিতে সুযোগ না পাওয়া নিয়ে এই কোচ বলেছেন, ‘আমরা কিন্তু সব সময়ই প্রস্তুত থাকি।
কখন বোর্ড আমাদের ডাকবে। দুঃখের বিষয়, অবসর নেওয়ার অনেক দিন হলেও এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি শেখ জামাল, রংপুর রাইডার্স আছে আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।’
দীর্ঘ ক্যারিয়ারে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা ভাগাভাগি করার সুযোগ না পাওয়ায় কষ্ট পেয়েছেন রফিক।
তিনি বলেছেন, ‘আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি সেটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। আর খেলবে তো খেলোয়াড়। কোচ হিসেবে আমাদের কাজ তাদের পরামর্শ দেওয়া।’
সূত্র: কালের কণ্ঠ