সিল্কসিটি নিউজ ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় জাতীয় দলের মেন্টর হয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর পরে ধোনির সঙ্গে সাক্ষাতের পরেই তারকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়। ৪০ বছরের সুপারস্টারের কাছে বোর্ড সচিব প্রস্তাব নিয়ে যাওয়ার পরে না করেননি ধোনি। কিন্তু এই দায়িত্ব পালনে কত টাকা নিচ্ছেন দুই বিশ্বকাপজয়ী এই অধিনায়ক?
ভারতের বিশ্বকাপ দল ঘোষণার সাথেই মেন্টর হিসেবে ধোনির নাম ঘোষণা করা হয়। ভারতকে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার অন্যতম অস্ত্র হতে চলেছে ধোনির মগজাস্ত্র। চেন্নাই সুপার কিংসকে তিনটি শিরোপা জিতিয়েছেন। চলতি আসরেও দলকে ফাইনালে তুলেছেন। তার বেতন নিয়ে সবাদসংস্থা এএনআইকে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ‘ধোনি মেন্টর হওয়ার জন্য বোর্ড থেকে কোনো অর্থ পাচ্ছেন না।’
জয় শাহ আরো বলেছেন, ‘আমার প্রস্তাবে ধোনির কোনো আপত্তি ছিল না। সে খুশি মনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের মেন্টর হতে রাজি হয়ে যায়। দলের অধিনায়ক, সহ-অধিনায়ক এবং কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম। সবাই একমত ছিল।বোর্ডের প্রস্তাব ধোনি গ্রহণ করায় আমরা সবাই খুশি। সে আরও একবার জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। শাস্ত্রী এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে থেকে ধোনি জাতীয় দলের দিক নির্দেশনার কাজ করবে।’
সূূত্র: কালের কন্ঠ