সোমবার , ২৯ আগস্ট ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিমানবন্দরের সামনে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ট্রাফিক পুলিশ আহত

Paris
আগস্ট ২৯, ২০১৬ ১১:৩০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি সিনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তবে ককটেল বিস্ফোরণে আহত হওয়ার গুজব থাকলেও পুলিশ তা অস্বীকার করেছে।

রবিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ হেল কাফি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের সামনের সড়কে একটি পার্কিং করা অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এসময় এক ট্রাফিক পুলিশ সামান্য আহত হন। সিএনজিতে কোনও যাত্রী ছিল না।

পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা গুজব। এধরনের কোনও কিছু ঘটেনি। বিমানবন্দর সামনের সড়ক এলাকায় ট্রাফিক পুলিশ, এপিবিএন, টহল পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। ওরকম কিছু ঘটলে পরিস্থিতি ভিন্ন হতো।

এর আগে বিকাল ৫টার দিকে তুরাগ এলাকায় একটি সিনেমা হল লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তুরাগ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়