সিল্কসিটি নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিববহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এছাড়াও ঠিকানার ঘরে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়িটি যে ভবনের নিচে পাওয়া গেছে ওই ভবনটির ল্যান্ডওনার হলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী। ওখানে চারটি গাড়ি ছিল এবং পুলিশ যাওয়ার আগে আরও তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হাসান জানান, এস আলমের একটি গাড়ি জব্দ করে গোয়েন্দা পুলিশ থানায় দিয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট মইজ্জারটেকে এস আলমের একটি কারখনা থেকে এস আলমের ১৪ টি বিলাসবহুল গাড়ি মধ্যরাতে সরিয়ে ফেলার অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সরিয়ে ফেলা ১৪টি গাড়ির মধ্যে ১০টি ফিরিয়ে আনা হয় কারখানায়। বাকি চারটি আনা হয়নি। এর মধ্যে বুধবার জব্দ করা গাড়িটি নিখোঁজ চারটির একটি বলে জানা গেছে।