সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাজী আসাদুজ্জামানকে অসুস্থ অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিডনিজনিত সমস্যা ও নিউমোনিয়া রোগে ভুগছেন। গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কাজী আসাদের স্ত্রী ইয়াসমিন আসাদ জানান, শনিবার হঠাৎ করে তার স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি ভিত্তিতে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি কাজী আসাদের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তবে আক্ষেপ করে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা তার স্বামীর কোনও খোঁজ-খবর নেন না।
প্রসঙ্গত, কাজী আসাদ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন
সূত্র: বাংলা ট্রিবিউন