সিল্কসিটিনিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের কথা মনে আছে? মাখায়া এনটিনি।
সদা হাস্যোজ্জ্বল এ ক্রিকেটার দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। দলকে দিয়েছেন একাধিক সাফল্য। একটা সময় এনটিনিকে বাদ দিয়ে একাদশ চিন্তাও করা যেত না। বরাবরই আস্থাভাজন ছিলেন ডানহাতি এ পেসার। কিন্তু বয়স ও পারফরম্যান্সের কারণে একটা সময় তাকেও বিদায় নিতে হয়। ৩৩ বছর বয়সে ক্রিকেটকে গুডবাই বলেছিলেন এনটিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ক্রিকেট থেকে দূরে সরে থাকেননি। নিজ এলাকায় ক্রিকেট একাডেমি গড়েছেন। সেখানেই প্রশিক্ষণ দিয়েছেন ছেলে থান্ডো এনটিনিকে। বাবার মতো ছেলেও ডানহাতি পেসার। বাবার হাত থেকে ক্রিকেটের প্রশিক্ষণ পাওয়া এ পেসার এবার নাম লিখাতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। প্রোটিয়া বয়সভিত্তিক সুযোগ পেয়েছে থান্ডো এনটিনি। যুব ক্রিকেটের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ওয়ানডে সিরিজের জন্য যুব দলে জায়গা পেয়েছেন থান্ডো এনটিনি। এবারই প্রথমবারের মত বয়সভিত্তিক দলে ডাক পেলেন ১৬ বছর বয়সী থান্ডো। ৯ জুলাই থেকে শুরু হবে সিরিজটি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ টেস্টে ৩৯০ এবং ১৭৩ ওয়ানডেতে ২৬৬ উইকেট নিয়েছেন বাবা মাখায়া এনটিনি। বাবার বিশ্বাস ছেলে থান্ডো এনটিনিও সার্ভিস দিবে দক্ষিণ আফ্রিকাকে।
সূত্র: রাইজিংবিডি