রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাবরের পক্ষ নিয়ে কেন্দ্রীয় চুক্তি হারালেন ফখর জামান

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাবর আজমকে ইংল্যান্ড সিরিজের দলে না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। তবে ফখরের সে প্রতিক্রিয়া রোচেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই ব্যাটারকে জায়গা দেয়নি তারা।

আগামী এক বছরের জন্য ২৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। সম্প্রতি পাকিস্তান দলে জায়গা নড়বড়ে হলেও ঠিকই ক্যাটাগরি ‘এ’তে জায়গা পেয়েছেন বাবর আজম। এই ক্যাটাগরিতে তার সঙ্গী হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

গত মৌসুমের চুক্তিতে পেসার শাহিন শাহ আফ্রিদি ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও এবার তাকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। শাহিনের মতো হারিস রউফেরও ক্যাটাগরি অবনমন হয়েছে। তাকে ‘বি’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘সি’ ক্যাটাগরিতে।

কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। ‘ডি’ ক্যাটাগরি থেকে এক লাফে ‘বি’ ক্যাটাগরিতে উঠেছেন তিনি।

পিসিবির হালনাগাদ চুক্তিতে চমক দেখিয়েছেন ৫ তরুণ। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান।

রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।

চুক্তিতে যারা আছেন

ক্যাটাগরি ‘এ’ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান।

ক্যাটাগরি ‘বি’ : নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

ক্যাটাগরি ‘সি’ : আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সউদ শাকিল, শাদাব খান।

ক্যাটাগরি ‘ডি’ : আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা