রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ২টি বাল্য বিয়ে বন্ধ করলো পুলিশ

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ৭:১০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় এবার পুলিশের হস্তক্ষেপে দুটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়া হয়েছে। বিয়ে দুটির প্রস্তুতিকালে কনেসহ ৪ জনকে আটক করে থানায় আনা হয়। কনের বয়স কম থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, রোববার বেলা ১১টার দিকে উপজেলার খায়ের হাটের জোতজয়রাম গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ও সরেরহাট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শারমিন সুলতানার (১৩) এবং একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও সরেরহাট গ্রামের সাইদুর রহমানের মেয়ে শিলা খাতুনের (১৪) পৃথকভাবে নিজ নিজ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল।

 
এ সময় এলাকার লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কনে জোতজয়রাম গ্রামের সারমিন, বাবা ইকবাল এবং খায়েরহাট গ্রামের কনে শিলা, বাবা সাইদুর রহমানকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন।

 
পরে তাদের যতদিন বিয়ের বয়স না হবে, ততদিন বিয়ে দিতে পারবেনা মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর