শুক্রবার , ৮ জুলাই ২০১৬ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পদ্মায় নতুন পানি: জেলেদের মুখে হাসি

Paris
জুলাই ৮, ২০১৬ ৭:১৫ অপরাহ্ণ

আমানুল হক আমান:
রাজশাহীর বাঘায় পদ্মায় নতুন পানি আসায় জেলেদের মুখে হাসি ফুটেছে। জেলেরা এখন মনের আনন্দে মাছ ধরছেন।

 
জানা যায়, গত এক সপ্তাহ আগে পদ্মায় নতুন পানি এসেছে। এখন জেলেরা মনের আনন্দে মাছ ধরছেন। জেলেরা তিন মাস মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকেন। তারা মাছ ধরে সংসার চালায়। পদ্মায় পানি আসলে তারা অন্য কোন কাজ করে না। মাছ ধরে হাট-বাজারে বিক্রি করে। এ থেকে তাদের ভালোভাবে সংসার চলে।

 
পদ্মা পাড়ের জেল সুকুমার হালদার বলেন, আমার ছয় সদস্যের পরিবার। পদ্মায় পানি আসার সাথে সাথে মাছ ধরা শুরু করেছি। সারা রাতের ধরা মাছ সকালে বাজারে বিক্রি করি। এ মাছ বিক্রি করে যে টাকা হয়, সেই টাকা দিয়ে সংসার ভালোভাবে চলে।

 

পদ্মায়পানি নেমে গেলে কোন সময় সবজি ব্যবসা অথবা  নিজরে ও  অন্যের জমিতে কাজ করি।
আরেক জেলে সুবত হালদার বলেন, আমি অধিকাংশ সময়ে পদ্মায় মাচ ধরি। তবে কোন কোন সময়ে পদ্মায় মাছ ধরা পড়ে না। তখন মাছ ধরা কাজ বাদ দিয়ে  অন্যের জমিতে কাজ করে সংসার পরিচালনা করি।

 
উপজেলা ভাইস চেয়ারম্যান ও পানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বলেন, পদ্মার পাড় এলাকার মানুষ দরিদ্র। বর্ষা মৌসুমে অধিকাংশ মানুষ পদ্মায় মাছ ধনে সংসার চালায়।

 
উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) সিল্কসিটি নিউজকে বলেন, পদ্মা পাড় এলাকায় প্রায় তিন শতাধিক জেলে রয়েছে। তারা এ মৌসুমে মাছ ধরে সংসার চালায়। অন্য সময়ে তারা শহরে কেউ কেউ রিকসা চালাই। আমার কেই কেউ কৃষি কাজ করে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর