সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ঝুঁকিপূর্ণ বড়াল ব্রিজ পরিদর্শন করলেন এডিশনাল এএসপি

Paris
জুলাই ২৫, ২০১৬ ৯:৪৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল ব্রিজকে (কেপিআই এর অন্তর্ভূক্ত) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে পরিদর্শন করেন এডিশনাল এএসপি (ডিএজবি) জাহাঙ্গীর হোসেন।

 
সোমবার দুপুরে ব্রিজ পরিদর্শনকালে তিনি বলেন, ‘যেভাবে জঙ্গিরা সন্ত্রাস শুরু হয়েছে। এর মধ্যে আড়ানী বড়াল ব্রিজ তাদের আওতার বাইরে নাও থাকতে পারে। ফলে জঙ্গিরা সুযোগ পেলে এই ব্রিজে আক্রমন করতে পারে। তাই এই ব্রিজে লোক নিয়োগ করে পাহারাদারের ব্যবস্থা করা হবে’।

 
এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ, কাউন্সিলর আবদুস সালাম, মানিক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আমানুল হক আমান।

 
পরে এডিশনাল এএসপি জাহাঙ্গীর হোসেন আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিক ও কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় করেন।

 
এ সময় তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের জন্য আহবান জানান। মেয়র মুক্তার পৌর সভার প্রতিটি ওয়ার্ডে চলতি সপ্তাহের মধ্যে কমিটি গঠনের জন্য আশ্বাস দেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর