বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উপজেলা সমন্ময় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলরার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দিন লাভলু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান প্রমুখ।
এস/আই