বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা ভুমি অফিসের আয়োজনে পৃথকভাবে তিনটি ইউনিয়নের জনগনের সেবাদানের জন্য বসারস্থান উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার আড়ানী, রুইমারী ও মীরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের পৃথকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাকিব হাসান তরফদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ রুমি, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, অধ্যক্ষ আশরাফ আলী, সাহাবাজ আলী, কাউন্সিলর আসাদুজ্জামান রানা, মানিক হোসেন, ইউনিয়ন সচিব হাসানুজ্জামান, রফি আহম্মেদ, ইউনিয়ন ভূমি অফিসার নওশাদ আলী, মঞ্জুরুল আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম বলেন, দেশের মধ্যে এই প্রথম ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সূধী মহলের অর্থায়নে বসারস্থান উদ্বোধন করা হলো। এই উপজেলায় এটা দেখে দেশের অন্যান্য উপজেলাতেও ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষ এসে যেন বিড়ম্বনার শিকার না হয়। তবে জনবল সংকটের কারনে কাজে একটু দেরি হবে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মানুষ যেন অধর্য্য না হয়, এইজন্য উপজেলার তিনটি ভূমি অফিসের আঙ্গিনায় গোলাকার আকারে টিনের ছাউনি দিয়ে এটি তৈরী করা হয়েছে। এখানে মানুষ একটু বসে কাজ করে যেন বাড়িতে ফিরবে।
স/শ