রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সমাপনী

Paris
অক্টোবর ৩০, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ১০ দিন ব্যাপি আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুরে এই প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

গ্রাম ভিত্তিক অস্ত্রবিহিন আনসার ও ভিডিপি সদস্যদের সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কোম্পানী কমান্ডার আবদুস সাত্তার, রাজন কুমার সহ উপজেলার প্রশাসনের ৮ কর্মকর্তা।

এ প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী অংশ গ্রহণ করেন। ২১ অক্টোবর ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা আনসার ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক কামাল হোসেন।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর