বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় আনছার ভিডিপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Paris
সেপ্টেম্বর ৫, ২০১৯ ৪:১৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আনছার ভিডিপি’র ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়। কর্মশারা শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও ফলজ বৃক্ষের চারা দেয়া হয়। গত ২৫ আগষ্ট আড়ানী পৌরসভার চকরপাড়া দাখিল মাদ্রাসার হলরুমে কাউন্সিলর মোজাম্মেল হক রাজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ গ্রহণ করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল কাদির, ওসি নজরুল ইসলাম, উপজেলা আনছার ভিডিপি অফিসার মিলন কুমার দাস।

আয়োজিত প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক রাজ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আনছার ভিডিপি অফিসার মিলন কুমার দাস। উপস্থিত ছিলেন আড়ানী দাখিল মাদ্রাসার সুপার শামিম আহম্মেদ, সাংবাদিক আমানুল হক আমান, শিক্ষক দুলাল হোসেন প্রমুখ। ১০ দিন ব্যাপি এ প্রশিক্ষণে ৬৪ জন নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর