রবিবার , ২৩ জুন ২০২৪ | ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় লাভলু-আক্কাছ গ্রুপের হামলায় আহত আ.লীগ নেতা বাবুলের সুস্থতা কামনা

Paris
জুন ২৩, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় লাভলু-আক্কাছ গ্রুপের হামলায় আহত আ.লীগ নেতা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্টানে উপস্থিত ছিলেন বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর প্রমুখ।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা চত্বরের সামনে মূল সড়কে মানববন্ধন শুরু করেন উপজেলা আ.লীগ। এ সময় আক্কাছ আলীর নেতৃত্বে শতাধিক লোক নিয়ে মানববন্ধন হামলা চালায়। এ হামলায় আশরাফুল ইসলাম বাবুল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা বেগতিক দেখে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমান এমপি শাহরিয়ার আলম ও লাভলু-আক্কাছ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বাঘা উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসের কতিপয় ব্যক্তি দলিল লেখক সমিতির নামে ক্রেতার কাছে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

অপর দিকে একই দিনে সকাল সাড়ে ১০টার বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওামীলীগ। উভয় পক্ষের কর্মী সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হলে এরমধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলুসহ অনন্ত ৫০ জন আহত হন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি ভাল রয়েছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - রাজশাহীর খবর