বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় বৌ-ভুলানোসহ ১৪৫ জাতের আম নিয়ে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Paris
মে ৩০, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘায় বৌ-ভুলানোসহ ১৪৫ জাতের আম নিয়ে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় আম দেখতে হাজারো মানুষের ভিড় করে।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বটমুল চত্বরের কৃষিই সমৃদ্ধি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।

এই মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্টল দেওয়া হয়েছে। উপজেলা বিভিন্ন বাগান থেকে ১৪৫ প্রজাতির আম সংগ্রহ করে দর্শার্থীদের পরিচিতির জন্য প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এরমধ্যে লক্ষণভোগ, দুধ কোমর, খালসি ফজলি, আপেল গুটি, হাইব্রীড লকনা, খিরসাপাত, ভাদরী, মধুখালসি, হিমসাগর, সুমাসী, পেপে ল্যাংড়া, জগৎমহনী, কাকড়ি, আড়াজাম, হাতিঝোল, দুধসাগর, আ¤্রপালি, আনারসী, মধু চুষকা, মল্লিকা, জাওনী, কালিভোগ আশ্বিনা, পাগাড়ে, মধুমতি, মিয়াজাকি (সূর্যডিম), ঝিনুক, আশ্বিনা, জামাইভোগ, চেংমাই, বড় গুটি, রানী পছন্দ, চোষা, চরুষা, ক্ষীরে স্বর, তোতাপুরী, ঠুটি, জসেরের গুটি, অনামিকা, বৈশাখী, জামরুলের গুটি, ,ফনিয়া, আড়াজাম, কৃষাণভোগ, জোহুরা, কালুয়া গুটি, কাদুমা, বারিআম-৪, আনারকলি, চাপা গুটি, ব্যানানা ম্যাংগো, বৌ-ভুলানো, বিশ্বসুন্দরী, কিং অব চাকাপাত, ইঁদুরচাটা, চান্দু গুটি বোম্বাই, বাবুইঝুকি,নেঙার গুটি, লাখে এক, গুটি (বড়), মিসরিভোগ, খাজাগুটি, গুটি  (ছোট), বাউ গুটি, চিনি খোরা, সুরমা ফজলি. ধলা গুটি, চুঙ্গাভোগ, বাঘাশাহী, মায়াবতি, মহনভোগ ,বঙ্গবাসী, সাগর ভাষা, হাড়িভাঙ্গা, আষাঢ়ী, বালেনী, মকসেদ গুটি, ছাতুভিজালী, খোদা দাদা, নন্দাফ্রাম, কালিভোগ, জাইতুন, কুয়াপাহাড়ী, গোল্লা বেলী, বারিআম-১১, বাতাসী, সেনরী, গৌড়মতি, ধমীয়া, ভুজাহারী, কাটিমন (বারমাসী), সেঁদুরি, চাপাতি, গোপালভোগ, মোহন ঠাকুর, মধু রাণী, বেলী, মিছরিছানা, কইতর গুটি, দুধস্বর, সালাম ভোগ, জিলাপী কাড়া, কুমড়া জালি, শ্যামলতা, গোল কাচামিঠা, দারোগা ভোগ, গোপাল খাস, মালদহ, লেট আনারসী, রং বিলাস, বিন্দাবন গুটি, রহিমুন, দিলসা, মিসরিকান্ত, মুলতানি, চন্দনভোগ, কাজী পছন্দ, মোহনবাসী, কালী ভোগ, সুরসী গুটি, মিছরি দমদম, ঝুমকা গুটি, বেকে বৈশাখী, বাজে কলস, রাশিদা সুন্দরী, খাগড়াই, বাদল, সুরুজ আটি, ঠাকুরের ভিটা, রঘুনাথা গুটি, সিলেটি গুটি, সবেদা, সিঙ্গাপুরী ল্যাংড়া, আতা খালসী, আবুল গুটি, শাওনী আটি, রুপ সুন্দরী, চন্দনসুরী, আদরী, পেতা, মধুমতি গুটি।মেলায় ঘুরতে আসা বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সেকেন্দার রহমান বলেন, বাঘা আমের জন্য বিখ্যাত। কিন্তু এতো জাতের আম এক সাথে কখনো দেখি নাই। আমার গ্রামে কলেজ পড়–য়া এক ছাত্র ১৪৫ জাতের আমের উদ্বোধণের কখা শুনে দেখতে এসে নিজেকে খুব ভাল লাগলো।

বাঘা শাহদৌলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল হানিফ মিঞা বলেন, এবারের মেলাটা অসাধারণ। অনকেই দেখতে এসেছেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রদের একটি টিম এই মেলা দেখতে এসেছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, কৃষি প্রযুক্তি মেলায় প্রবেশের ডান পাশে ১৪৫ প্রজাতির আমের প্রদর্শনীসহ ১৫টি স্টল দেওয়া হয়েছে। উপজেলায় আরও অনেক আমের সন্ধান খুঁজে বের করে আগামীতে মেলার প্রদর্শনীতে আনার চেষ্টা করবো।

মেলা উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক পদশর্নি করা হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারি কমিশসনার (ভূমি) সামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, বাঘা থানার তদন্ত অফিসার সোয়েব খান প্রমুখ।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভা, তামাক আইন বাস্তবায়নে প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - কৃষি