বাঘায় বিশ্ব তামাক দিবস পালন


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বিশ্ব তামাক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ মে) সকাল ১১টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শারমিন আখাতার।

উপজেলা সমাজসেবা অফিসার নাফিজ শরিফের সঞ্চলনায় “তামাক নয়, খাদ্য ফলায়’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারি কমিশনার ভুমি জুয়েল আহাম্মেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর চিকিৎসক রাকিবুল ইসলাম, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান প্রমুখ।