বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Paris
জুলাই ১৭, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো, বাঘার হরিরামপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মকিমের ছেলে সেলিম রেজা (২৬)।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে, বাঘার দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে আড়ানী বাজার থেকে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল বাঘার রুস্তমপুর গরুরহাট পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন হিসাবে সেলিম ও তরিকুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সেলিম ও তরিকুল এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে তারা দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ থেকে বিদেশী পিস্তল ও গুলি এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে করে।

তাদের বাঘায় থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর