বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পদ্মার চরে আগুনে পুড়ে কাপড়ের দোকানের ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে।
জানা যায়, কাপড়ের দোকানের মালিক মিন্টু দর্জি রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। গভীর রাতে জানতে পারে তার দোকানে আগুন লেগেছে। এসে দেখেন দোকানে দাউ দাউ করে আগুন জলছে। আগুন নিয়ন্ত্র করতে করতে দোকানের সমস্ত কাপড় পুড়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে মিন্টু দর্জি বলেন, আমি বিদ্যুতের মেইন সূইজ বন্ধ করে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যায়। আমার ধারনা দুর্বৃত্তরা দোকানে আগুন লাগিয়ে বড় ক্ষতি করা হয়েছে।
চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, খবর পেয়ে সকালে পোড়া দোকান দেখেছি।
বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।