আমানুল হক আমান, বাঘা :
রাজশাহীর বাঘায় পদ্মার চরসহ শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। উপজেলার ১১০টি গ্রামে ৯৬০ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়িত করা হয়েছে। ৬০ কোটি টাকা ব্যায়ে ৫৬ হাজার পরিবারে মাঝে বিদ্যুতায়িত করা হয়েছে। বর্তমান গ্রাহক সংখ্যা ৬৫ হাজার। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে উপজেলা সাব-জোনাল অফিসের মাধ্যমে মনিগ্রাম ও আড়ানী উপকেন্দ্র পরিচালিত করছেন।
বাঘা পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান ডিএম মনোয়ার বাবলু দেওয়ান বলেন, আমরা নদী ভাঙ্গা মানুষ। তারপরেও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টার মাধ্যমে ১৫টি চরের মানুষ বিদ্যুৎ পেয়েছে। বর্তমানে বাতি কিংবা হারিকেন জ্বালিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করতে হয় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপজেলার দুর্গম পদ্মার চরসহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত করা হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ ছিল ২০২০ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। আমার প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। শুধু বিদ্যুতই না, রাস্তাঘাট ও অধিকাংশ শিক্ষা প্রতিষ্টানে আধুনিক মানের একাডেমিক ভবন নির্মান করা হয়েছে।
বাঘা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুবীর কুমার দত্ত বলেন, স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টায় শতভাগ বিদ্যুতায়িত করা সম্ভব হয়েছে।