সোমবার , ৩ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় অবৈধ যানচলাচল ও সরকারি রাস্তার উপর পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন

Paris
জুন ৩, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী সমাপ্তি কুমার সরকারকে পাথর বোঝায় ট্রাকে চাপা দেওয়া ডাইভারের বিচারের দাবিতে এবং অবৈধ যানচলাচল ও সরকারি রাস্তার উপর পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ঘন্টা ব্যাপি প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সমাপ্তি কুমার সরকার রোববার সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে আসছিল। স্কুলে প্রবেশ গেটের সামনে দাঁড় করে রাখা হয়েছিল সুপার ছনি নামের একটি বাস। বাসটির পাশ কাটিয়ে স্কুল গেটে প্রবেশের সময় একটি পাথর বোঝায় ট্রাক চাপা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ডান হাত ও ডান পায়ের উপর দিয়ে ট্রাক চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে মৃত্যুর সাথে লড়াই করছে।

চাপা দেওয়া ট্রাক ডাইভারের বিচারের দাবিতে এবং অবৈধ যানচলাচল ও সরকারি রাস্তার উপর পার্কিংয়ের প্রতিবাদে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে।

আহত সমাপ্তি কুমার সরকার রহমতউল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং বলিহার গ্রামের শ্যামল কুমার সরকারের মেয়ে।

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক, ট্রাক ডাইভারের বিচার, সড়কে অব্যবস্থাপনার অবসান, অবৈধ যানচলাচল ও সরকারি রাস্তার উপর পার্কিং বন্ধ, স্কুলের সামনে স্পীড ব্রেকার এবং আহত ছাত্রী সমাপ্তি কুমার সরকারের ক্ষতিপূরণ দাবি করে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, স্কুলের গেটের সামনে আমের হাট, ঢাকা গামী বাস-ট্রাকের গ্যারেজ করা হয়েছে। এ কারণেই স্কুলের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে গেলে দুর্ঘটনার শিকার হয়ে অনেকে অকালে প্রাণ হারাচ্ছে।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এমাদুল হক সন্টু বলেন, এর আগেও সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে অনেক প্রাণ ঝড়েছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো প্রকার নজরদারি করছে না বলে অভিযোগ করেন তারা।বাঘা পৌর টার্মিনাল নির্মাণ করা হলেও সড়কের উপরে বাস ট্রাক রেখে প্রতিনিয়ত যানজট তৈরি করা হচ্ছে। দীর্ঘদিনের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে টার্মিনাল চললেও কোনো মাথা ব্যাথা নেই।

সর্বশেষ - রাজশাহীর খবর