বুধবার , ৬ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগেরহাটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু

Paris
জুলাই ৬, ২০১৬ ৪:৪০ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি:

আজ ২১ শে আষাঢ়, বুধবার দুপুর ২:৪০ মিনিটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রার প্রথম টান। দেশের অন্যতম বৃহত্তম এ রথ যাত্রা ও মাসব্যাপী মেলা বসেছে বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের গোপাল জিউর মন্দিরে।

 

হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার লোক উপস্থিত হয়ে প্রথম রথ টানে অংশগ্রহন করেন। তিন টানে রথ যাত্রা শেষ হলেও প্রথম দুই টানে ঘর হতে বাইরে ও শেষ টানে ঘরে ফিরে যাবে। পরবর্তী টান আগামী বৃহস্পতিবার।

 
এই রথ উপলক্ষ্যে বহুকাল পূর্বে থেকে মাসব্যাপী মেলা বসে। বিভিন্ন ধরণের  প্রায় দেড় শতাধিক দোকান বসেছে মন্দিরের বাইরের রাস্তায়। নিরাপত্তা নিশ্চত করতে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে যথেষ্ট তৎপর দেখা যায়। গ্রাম পুলিশ, পুলিশ, র্যাব-৬ এর টিম দায়িত্ব পালন করে।
রথ যাত্রা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা (এম.পি.), বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাস, বাগেরহাট জেলা উদযাপন কমিটির সভাপতি অমিত রায়,সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জি, চরবানিয়া ইউপি চেয়ারম্যান অশোক বড়াল, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন মিত্র।

স/শ

সর্বশেষ - জাতীয়