বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রাম থেকে দুই গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটক রেহেনা বেগম দেউলিয়া গ্রামের মাদক সম্রাট আবু সাইদ আলী স্ত্রী।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন সিল্কসিটি নিউজকে জানান, স্থানীয়রা জানিয়েছে রেহেনা দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বাগমারা থানার এসআই রাজিব হাসান রাজন ও এএসআই বাবুল আকতার গোপালপুর বাজারের পাশে হেরোইন বিক্রয় করতে আসার পথে মহিলা পুলিশের সহযোগিতায় ২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। মাদক উদ্ধারের ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
স/মি