মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Paris
নভেম্বর ১, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার মোহনগঞ্জ বাজারে বাগমারা থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।

সহকারী পরিচালক মাসুম আলী জানান, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে বাগমারা উপজেলার মোহনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় রইস মুদি নামের দোকানে অতিরিক্ত চিনি মজুত রাখা ও বেশি দামে বিক্রি করায় পাঁচ হাজার টাকা, একই অপরাধে বিপ্লব মুদি দোকানকে পাঁচ হাজার টাকা, মিঠু মুদি দোকানকে দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা, অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করায় জান্নাত হোটেলকে এক হাজার টাকা এবং বিষাক্ত রং ব্যবহার করে পণ্য উৎপাদন করায় মোস্তফা চা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে তিনি আরো জানান।

এস/আই

 

 

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি