বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে মাসুদ রানা (২০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে প্রতিবন্ধী ওই কিশোর। এ সময় পুকুরে ডুবে মারা যায় মাসুদ রানা। পরে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
মাসুদ রানা উপজেলার আউচপাড়া ইউনিয়নের তৌকিপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সাহেব আলী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আফজাল হোসেন।
জি/আর