রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারার তালতলি বাজারে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ ভবনের ছাদ ঢালায়

Paris
নভেম্বর ১৩, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের তালতলি বাজারে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের নিজস্ব কার্যালয় ভবনের ছাদ ঢালায় হয়েছে। রোববার সকালে এই ছাদ ঢাকায় কাজের উদ্বোধন করা হয়।

১৯৯৬ সালে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের কার্যক্রম শুরু হয়। টিন সেডের একটি ঘরে কার্যক্রম শুরু হলে সম্প্রতি সেখানে ভবন নির্মাণ কাজ শুরু হয়। ভবনের দ্বিতীয় তলায় শহীদ এএইচএম লাইব্রেরী এবং নিচ তলা সাংগঠনিক কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন কতৃৃপক্ষ।

ছাদ ঢালায় কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য ও একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এবং শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের উপদেষ্ঠা কমিটির সদস্য আলমগীর সরকার, স্থানীয় ইউপি সদস্য বকুল হোসনে, প্রতিষ্ঠানের উপদেষ্টা কমিটির সদস্য তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম সামশুজ্জোহা মামুন, শাহারীয়ার সরকার বাবলু, আব্বাস আলী মোল্লা, আব্দুল খালেক সরদার আলতাফ, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবেদ আলী মোল্লা, আহবায়ক কমিটির সদস্য মোল্লা মোহাম্মদ রেজাউল হক রাজু, সুজন সরকার, ফিরোজ আহমেদ, আব্দুর রাজ্জাক স্বপন, কাজমুল হাসান, জাবেদ আলী মোল্লা, হেলাল উদ্দিন, মতলেব আলী প্রমুখ।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর