মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় বৃদ্ধকে মারধরের ঘটনায় চেয়ারম্যান গ্রেফতার

Paris
জানুয়ারি ১০, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় ইটের ভাটার কাজে ফসলি জমি না দেওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনায় উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান সাফিকুল ইসলাম সাফিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৃদ্ধের ছেলের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সামসুদ্দিন পরামানিক (৬২) আউচপাড়া ইউনিয়নের মৃত মহররম হোসেনের সন্তান।

জানা গেছে, একতা ইটভাটার মালিক চেয়্যারম্যান সাফি ও তার দলবল বৃদ্ধ সামসুদ্দিন পরামানিকের ফসলি জমিতে ইট-ভাটার প্লট করতে চাচ্ছিলেন। কিন্তু ওই ফসলি জমি দিতে চাননি ওই বৃদ্ধ। একারণে তাকে জোরপূর্বক তুলে ইট-ভাটার অফিস কক্ষে নিয়ে যান তারা। পরে সেখানে তাকে বেধড়ক পেটানো হয়। এ ঘটনা ওই বৃদ্ধার পরিবার জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর