মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগমারায় পুরস্কার ও অনুদান বিষয়ে অবহিতকরণ কর্মশালা

Paris
মে ৩০, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ


বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানের সভাপতিদের নিয়ে পারফমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় বিভিন্ন পুরস্কার ও অনুদান বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে পুরস্কার ও অনুদান বিষয়ে অবহিতকরণ কর্মশালা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ড. আব্দুল মুমীত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলু, যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম প্রমুখ। দিন ব্যাপী কর্মশালায় উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অংশ নেয়। কর্মশালায় মাধ্যমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধিকরণ, স্কুল ও মাদ্রাসা ব্যবস্থাপনা সক্ষমতা শক্তিশালীকরণ, জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং মাধ্যমিক প্রতিষ্ঠানের জবাবদিহি পদ্ধতি উন্নতকরণ বিষয় উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।

এছাড়া বক্তারা, পারফমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় পুরস্কার ও অনুদানের জন্য সুবিধাভোগিদের সুবিধার ধরণ, যোগ্যতা/ নির্বাচন মানদন্ড বিচার, বিশ্লেষণের যাচাই-বাছাই সক্ষমতার বিষয় নিয়ে আলোচনা করেন। কোন ক্যাটাগারিতে কোন শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে কি ধরনের সহায়তার প্রয়োজন তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর