নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে গাজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃর নাম বাবুল শাহ (৪৮)। তিনি বাগমারা উপজেলার হাসানপুর এলাকার আজগর শাহ ছেলে। অভিযানে ৯৫০ গ্রাম গাজা উদ্ধার হয়েছে।
বৃস্পতিবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫, সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় এক মাদক কারবারী মাদকদ্রব্য বিক্রির অবস্থান করছে। এমন সংবাদ পাওয়ার পর র্যাব ভবানীগঞ্জ বাজারের আলুপট্টির গলির ভেতর ফাইসাল আহমেদ শিমুলের মুদি দোকানের সামনে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৯৫০ গ্রাম গাজা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে বলে ও অকপটে স্বীকার করে, তিনি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
পরে তাকে বাগমারা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হয়।