শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগদান হল আমির-কন্যা ইরার

Paris
সেপ্টেম্বর ২৩, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রেমে পড়েছিলেন আগেই। এবার সেই প্রেম পরিণতির পথে এক ধাপ এগোল। বাগদান হয়ে গেল বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান হল ইরার।

ইরা ও নূপুরের বাগদানের খবরে যারপরনাই খুশি তাদের অনুরাগীরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একে অপরের হাত ধরার খবর দেন দু’জনে। রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হল। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। সেখানে দেখা গেছে, ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ (প্রেম নিবেদন) করছেন নূপুর। প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দিলেন শিখারে। সেই সময় হাততালিতে ফেটে পড়ল চারপাশ।

ইতালিতে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেছেন নূপুর। ‘আয়রন ম্যান ইতালি’ শো-তে অংশ নিতে সেখানে গিয়েছেন শিখারে। গত দু’বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। চলতি বছরের ৩১ মে ছিল তাদের প্রেমের দ্বিতীয় বার্ষিকী। ঘটনাচক্রে, আমিরের ফিটনেস কোচ শিখারে। আর তার প্রেমেই হাবুডুবু খেলেন কন্যা ইরা।

আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরার জন্ম ১৯৯৭ সালে। বাবার মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি ইরা। ক্যামেরার পিছনেই তিনি স্বাচ্ছন্দ বোধ করেন। উঠতি পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ইরা।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - বিনোদন